নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার (২০ অক্টোবর) ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামসহ বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে হামলা চালিয়ে বিএনপি এখন ইসলামের শত্রুতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, এই ইসলামের শত্রুদের প্রতিহত করার জন্য ছাত্রসমাজ ও সাধারণ জনগণ যথেষ্ট। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সচেতন শিক্ষার্থীদের রায় দেখেও যাদের শুভবুদ্ধির উদয় হচ্ছে না, তারা আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের মতোই জনগণের লাল কার্ডের মুখোমুখি হবে।

মাগরিবের নামাজের পর নগরীর নিউমার্কেট এলাকার বায়তুন নূর জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শিববাড়ি মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সাদ্দাম বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই কর্মসূচি পালন করছি। যাদের সঙ্গে এতদিন কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছি, আজ তাদের আসল চেহারা প্রকাশ পেয়েছে। আওয়ামী লীগের অবর্তমানে তারা এখন ফ্যাসিবাদী কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। যারা আওয়ামী লীগের রেখে যাওয়া কাজ বাস্তবায়ন করে তাদের পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের আমরা সতর্ক করে দিচ্ছি।

ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর শাখার সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজী এবং জাহিদুর রহমান নাঈম।

এছাড়া মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির খুলনা জেলা উত্তরের সেক্রেটারি ইলিয়াস হোসাইন, মহানগর শাখার অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, বায়তুলমাল সম্পাদক আসিফ বিল্লাহ, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আহমাদ সালেহীন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ এবং সমাজসেবা সম্পাদক নাঈম হোসাইন প্রমুখ।