কুমিল্লা নামে প্রশাসনিক বিভাগ গঠনের দাবিতে হাজারো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন তরুণরা। শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় দেখা যায় এ ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি।
শোভাযাত্রা শুরু হয় কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে অবস্থিত হোটেল নুরজাহানের সামনে থেকে। সেখানে দুপুর গড়ানোর আগেই কুমিল্লাসহ আশপাশের এলাকা থেকে তরুণরা দলে দলে মোটরসাইকেল নিয়ে জড়ো হতে থাকেন। ঘণ্টাখানেকের মধ্যেই হাজারো বাইকারের উপস্থিতিতে রীতিমতো উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় মহাসড়কে।
স্লোগানে মুখর চারপাশ:
তরুণদের কণ্ঠে ছিল একটাই স্লোগান— "দাবি মোদের একটাই, কুমিল্লার নামে বিভাগ চাই!"
অনেকের হাতে জাতীয় পতাকা, কেউ বা বুকে ধারণ করেছেন পতাকার ছবি। কারও গলায় ফেস্টুন ঝুলছে, কেউ আবার হাত মাইক নিয়ে নেতৃত্ব দিচ্ছেন স্লোগানে। পুরো শোভাযাত্রা পরিণত হয় এক রঙিন প্রতিবাদ উৎসবে।
শোভাযাত্রার দৃশ্য দেখতে মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে যান দোকানদার, পথচারী ও স্থানীয় বাসিন্দারা। অনেকেই হাত নেড়ে সংহতি জানান। কুমিল্লার নামে বিভাগ গঠনের দাবিতে তরুণদের এমন সুশৃঙ্খল ও প্রাণবন্ত শোভাযাত্রা সাধারণ মানুষের মাঝেও ব্যাপক সাড়া ফেলে।
শোভাযাত্রায় অংশ নেওয়া তরুণদের বক্তব্য ছিল প্রাঞ্জল ও আবেগময়। তাদের ভাষ্য,
“প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। এই জনপদের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস, সংস্কৃতি ও প্রশাসনিক গুরুত্ব। বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলার ৪২টি আঞ্চলিক দপ্তর কুমিল্লায় অবস্থিত। কিন্তু বারবার দেখা যাচ্ছে, কুমিল্লার নামে বিভাগ গঠনের প্রস্তাব এলেই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। আমরা আর এই অবহেলা সহ্য করবো না।”
এদিকে, কুমিল্লা বিভাগের দাবিকে আরও জোরালো করতে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কুমিল্লা নগরীতে একটি গণসমাবেশের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এতে জেলার সর্বস্তরের মানুষ অংশ নেবেন এবং কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।