গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক এবং বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়। এর আগে মসজিদের উত্তর পাদদেশে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ সমাবেশ।

মিছিলে অংশ নেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। এছাড়া প্রায় হাজারো মুসুল্লিও এই মিছিলে যোগ দেন।

এর আগে গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজায় যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তবে গাজার জলসীমার কাছে পৌঁছালে ইসরায়েলের নৌবাহিনী একটি ছাড়া সব নৌযান আটক করে এবং নৌযানগুলো ক্রু ও আরোহীদের নিয়ে ইসরায়েলের বন্দরে নিয়ে যায়।

ফ্লোটিলা আটকে দেওয়ার ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার এসব প্রতিবাদকে আমলে নিচ্ছে না। এরই ধারাবাহিকতায় ঢাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে