গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে জেলার শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের শিমুলতলী এলাকায় ওয়ার্স লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। ধীরে ধীরে সেখানে শ্রমিকদের বিক্ষোভ বাড়তে থাকে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে দফায় দফায় কথা বললেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এতে আঞ্চলিক সড়কটিতে ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
শ্রমিকেরা জানান, গত ২০ সেপ্টেম্বর বকেয়া বেতনের দাবিতে আমরা প্রতিবাদ শুরু করি। পরে কারখানা কর্তৃপক্ষ ২৮ সেপ্টেম্বর বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। তাই আমরা কাজে যোগদান না করে আজ আবার আন্দোলনে নেমেছি। আমাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত আমরা সড়ক ছেড়ে যাব না।
কারখানার শ্রমিক মো. সুমন মিয়া, জসিম, মোজাম্মেল হক বলেন, গতকাল রাতে বেতন সবার অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে কারখানায় এসে দেখি প্রধান ফটক তালাবদ্ধ। এ জন্য সব শ্রমিক বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছি। মালিক পক্ষ আমাদের সঙ্গে প্রতারণা করছে।
এদিকে গার্ডেনিয়া ওয়ার্স লিমিটেড কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিন বলেন, বকেয়া বেতন পরিশোধের আজ পূর্বনির্ধারিত তারিখ থাকলেও ব্যাংকের সমস্যার কারণে তা সম্ভব হয়নি। বেতন পরিশোধের পর কারখানা খুলে দেওয়া হবে। বকেয়া বেতন পরিশোধের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। এরই মধ্যে শ্রমিকরা রাস্তায় নেমেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, সকালেই শ্রমিকরা রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু শ্রমিকদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।