নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের একটি তেল কারখানায় ঘটা এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়। অভিযোগ, রবিউল ইসলাম নামের মালিক গত বৃহস্পতিবার রাতে কাজের সময় ভুল করায় কিশোর শ্রমিক রফিকুল ইসলামকে (১৫) বৈদ্যুতিক তার দিয়ে বেঁধে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় রফিকুলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, ভিডিওটি যাচাই করে নির্যাতনের সত্যতা মিলেছে। অভিযুক্ত রবিউল ইসলামকে শুক্রবার সকালে শহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
স্থানীয়রা জানান, ওই কারখানায় আরও কয়েকজন অপ্রাপ্তবয়স্ক শ্রমিক কাজ করে। মালিক নিয়মিত তাদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। একাধিকবার স্থানীয়দের হস্তক্ষেপেও পরিবর্তন আসেনি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্তে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।”
জেলা প্রশাসন বলেছে, ওই কারখানাটি শ্রম আইন লঙ্ঘন করেছে কিনা তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শ্রম অধিকারকর্মীরা বলেন, “এটি শুধু নির্যাতন নয়, শিশু শ্রমের ভয়াবহ উদাহরণ। প্রশাসনকে নজরদারি বাড়াতে হবে।”
ঘটনার পর পুরো এলাকায় শিশু শ্রম ও নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরির দাবি উঠেছে।