নাটোর শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আনোয়ার পারভেজ (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের নিচাবাজার এলাকায় অবস্থিত ‘নাটোর বোর্ডিং’ নামের হোটেলের চার তলার ৬২ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার পারভেজ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পোস্ট কামারী গ্রামের বাসিন্দা। তিনি জলু মিয়ার ছেলে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, শনিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে আনোয়ার পারভেজ হোটেলের ৬২ নম্বর কক্ষটি ভাড়া নেন। এরপর থেকে তিনি ওই কক্ষেই অবস্থান করছিলেন।
রোববার সকালে হোটেল বয় রুম পরিষ্কার করতে গিয়ে তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। সারাদিন কক্ষ থেকে বের না হওয়ায় কর্তৃপক্ষের সন্দেহ হয়। একাধিকবার কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
পরে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। তখন কক্ষের মেঝেতে আনোয়ার পারভেজের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহতের ছেলে রবিন মিয়া জানান, তার বাবা ব্যবসায়িক প্রয়োজনে শনিবার নাটোরে যান। পরে হোটেল থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারা নাটোরের উদ্দেশে রওনা হন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, “রুমটি ভেতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”