রাজধানীর আগারগাঁওয়ের সেই ভাইরাল “কেক পট্টি” আর থাকছে না। ট্রাফিক বিশৃঙ্খলা ও জনদুর্ভোগের কারণে শুক্রবার (৯ অক্টোবর) থেকে ওই এলাকায় কোনো কেক বিক্রেতা বা অস্থায়ী দোকান বসতে পারবে না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শেরে বাংলা নগর থানার ওসি ইমাউল হক বলেন, “নির্বাচন কমিশন ভবনসহ আশপাশে গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। কিন্তু এসবের সামনের রাস্তা এখন পুরোপুরি দখল হয়ে যায় দোকানপাটে। ফলে যানজট লেগেই থাকে। জনগণের অভিযোগে ব্যবস্থা নিতে হয়েছে।”
পুলিশ জানায়, ৯৯৯ ও সরাসরি থানায় অসংখ্য অভিযোগ আসে—হেঁটে চলা তো দূরের কথা, গাড়ি চালানোই কষ্টকর হয়ে পড়েছিল। ফলে বৃহস্পতিবার থেকে পুলিশ এলাকাটি খালি করে দেয় এবং দোকানদারদের সরে যেতে নির্দেশ দেয়।
অবশ্য “কেক পট্টি”-র সূচনা ছিল একদল তরুণ-তরুণীর হাতে তৈরি কেক বিক্রির মধ্য দিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠায় দ্রুতই এলাকা জমজমাট হয়ে ওঠে। প্রতিদিন সন্ধ্যায় আইডিবি ভবন থেকে নির্বাচন কমিশন পর্যন্ত ভিড় হতো হাজারো মানুষের।
পুলিশ বলছে, জনস্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কেকপ্রেমীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ করেছেন—“ভাইরাল কেক পট্টি” হয়তো এখন কেবলই স্মৃতি হয়ে রইল।