রাজশাহী মহানগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৬৪ সদস্য বিশিষ্ট কমিটিতে মোবাশ্বের আলীকে আহ্বায়ক ও আতিকুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এই কমিটিকে অনুমোদন ও স্বাক্ষর করেন। কমিটির বিস্তারিত তথ্য এনসিপি তাদের ফেসবুক পেজেও প্রকাশ করেছে।
নতুন আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য কার্যকর থাকবে। আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়া কমিটিতে ১৭টি পদে এবং ৪৭ জন সদস্য রয়েছেন। প্রধান নেতাদের মধ্যে রয়েছেন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক: ইঞ্জিনিয়ার মো. মোবাশ্বের হোসেন
যুগ্ম আহ্বায়ক: মো. সারোয়ারুল হক (রবিন), মো. হেলালুজ্জামান সরকার, সিরাজুল ইসলাম, জেসমিন আরা পারভীন
সিনিয়র যুগ্ম সদস্যসচিব: মো. মাহফুজুর রহমান (জুয়েল)
যুগ্ম সদস্য সচিব: মাহফুজুর রহমান (বাবু), ফাহাবীর চৌধুরী, মো. সালাউদ্দিন বাপ্পী, মোফাসসিরুল ইসলাম, উরসী মাহফিলা ফাতেহা
সাংগঠনিক ও বিশেষ দায়িত্বপ্রাপ্তরা হলেন: সাংগঠনিক সম্পাদক: ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক (উদয়), সানেফ সাফওয়ান, মো. আতিকুর রহমান
মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক: আবির হাসনাত রুদ্র
এর আগে, গত ১৮ জুন রাজশাহী মহানগরে ১৮ সদস্যের একটি সমন্বয়ক কমিটি ছিল, যা তিন মাসের জন্য গঠিত হয়েছিল।
নতুন আহ্বায়ক মোবাশ্বের আলী জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজশাহীতে এসে মহানগরের জন্য সাক্ষাৎকার নিয়েছিলেন। তার ভিত্তিতে এই কমিটি গঠিত হয়েছে। ছয় মাস পর কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হবে। রাজশাহীতে এনসিপি সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে। সামনে মহানগরের ছয় থানা কমিটি ও ওয়ার্ড কমিটিও দেওয়া হবে।
নতুন কমিটির মাধ্যমে এনসিপি রাজশাহী মহানগরে নিজেদের উপস্থিতি আরও সুদৃঢ় করতে চায় এবং স্থানীয় রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্দীপ্ত।