রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেল আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।

ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদল অর্থ ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করছে। অন্যদিকে, ছাত্রদল দাবি করেছে, শিবির উপহার ও খাবার বিতরণ করে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে।

মঙ্গলবার দুপুর ১টায় ছাত্রশিবির মনোনীত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দেয়। বিকেল সাড়ে ৪টায় ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল পাল্টা অভিযোগ দাখিল করে।

ছাত্রদল মনোনীত প্যানেল অভিযোগে উল্লেখ করে, শিবির সমর্থিত প্রার্থী ও তাদের সমর্থকরা বিভিন্ন হল ও বিভাগে ভোটারদের খাবার ও বিশেষ উপহার দিচ্ছেন যা নির্বাচনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। তারা নির্বাচন কমিশনকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।

এ বিষয়ে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, “ছাত্রশিবির কালো টাকা ও উপহার দিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা তাদেরকে একাধিকবার বিরত থাকার আহ্বান জানিয়েছিলাম। তাদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট।”

অপরদিকে, ছাত্রশিবির মনোনীত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ অভিযোগ করেছে, ছাত্রদল সমর্থিত প্রার্থীরা ক্লাসরুমে প্রবেশ করে প্রচারণা চালাচ্ছে, নির্ধারিত সময়ের বাইরে প্রচারণা করছে এবং নির্দিষ্ট শিক্ষার্থীদের ভোট প্রভাবিত করতে অর্থ প্রদান করছে।

ছাত্রশিবির জোটের জিএস পদপ্রার্থী ফাহিম রেজা বলেন, “আমরা চাই রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক ও স্বচ্ছ হোক, এজন্য অভিযোগ দিয়েছি।”

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, “আমরা উভয় পক্ষের অভিযোগ যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করব এবং আলোচনা করব। আশা করি এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না।”