নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়িবাঁধ কেটে পাইপ বসানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সচেতন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকার চতলার খালের পাশে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল অসাধু বালু ব্যবসায়ী রাতে বেড়িবাঁধ কেটে পাইপ স্থাপনের মাধ্যমে পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের কাজ বন্ধ করে দেন এবং ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়িতে জমা দেন।
এলাকাবাসীরা জানান, বেড়িবাঁধটি তৈরি করা হয়েছিল জোয়ারের নোনা পানি গ্রামে প্রবেশ রোধ, পুকুর ও কৃষিজমি রক্ষার জন্য। অথচ কিছু ব্যবসায়ী ব্যক্তিগত স্বার্থে তা নষ্ট করে পুরো এলাকার ক্ষতি করার অপচেষ্টা চালায়। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা একযোগে প্রতিরোধ গড়ে তোলেন।
স্থানীয় বাসিন্দা নাসির উদ্দীন বলেন, “বেড়িবাঁধ নষ্ট হলে ফসল নষ্ট হবে, পুকুরের মাছ মারা যাবে, নদীভাঙন বাড়বে—সব মিলিয়ে আমরা ব্যাপক ক্ষতির মুখে পড়ব। তাই আমরা সবাই মিলে বাধা দিয়েছি।”
আরেক বাসিন্দা আব্দুর রহিম বলেন, “যারা বেড়িবাঁধ নষ্টের চেষ্টা করেছে তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি।”
চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল বাতেন জানান, “স্থানীয়রা দুইটি মেশিন ও একজন ব্যক্তিকে আমাদের কাছে সোপর্দ করেছেন। মেশিন দু’টি জব্দ অবস্থায় রয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করব। যদি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাব এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”