সাভারে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ঘটে। ঘটনার সময় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকে তিনটি বাসে অগ্নিসংযোগ ও প্রশাসনিক ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে খাগান এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা এই হামলার কঠোর নিন্দা জানান। শিক্ষার্থী সামিরা আক্তার বলেন, “রোববার রাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তারা তিনটি বাস পুড়িয়ে দিয়েছে, প্রশাসনিক ভবনে ভাঙচুর ও লুটপাট করেছে। আমরা তখন ভয়ভীত ছিলাম।”
আইন বিভাগের ৩৯ ব্যাচের ফারহান জানান, “ছাত্রীদের হোস্টেলের সামনে ড্যাফোডিলের শিক্ষার্থীরা হামলা চালায়। পুলিশের সহায়তা চেয়েও আমরা তখন সাহায্য পাইনি। এক রাতের মধ্যে আমাদের ক্যাম্পাসে বিশাল ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।”
সিএসসি বিভাগের শিক্ষার্থী সাহেক আরও বলেন, “প্রায় ৭ হাজার শিক্ষার্থী নিয়ে হামলা চালানো হয়। তিনটি নতুন বাসে আগুন, প্রশাসনিক ভবনে ভাঙচুর এবং শিক্ষকদের গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। শুধু থুথু ফেলাকে কেন্দ্র করে এমন হামলা চালানো হয়েছে, যা আমাদের জন্য খুবই দুঃখজনক।”
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম এন্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, “রোববার রাতভর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরলসভাবে কাজ করেছে। বিষয়টি শিক্ষার্থীদের হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমাধানের চেষ্টা করা হয়েছে। প্রয়োজন হলে মামলা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় ক্যাম্পাসে এখনো উত্তাপ বিরাজ করছে। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সমস্যার সমাধান করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেবে।