যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মাদক মামলায় তিনজনের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি হাজী আনিছুর রহমান মুকুল।
দণ্ডপ্রাপ্তরা হলেন: চৌগাছা উপজেলার কারিকরপাড়ার মৃত নান্নুর ছেলে আসলাম
,একই গ্রামের নুর ইসলামের ছেলে বাবু
, খুলনার ফুলতলার পয়গ্রামের রোস্তম আলীর ছেলে ইকরাম আলী শেখ
আদালতের সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে যশোরের ডিবি পুলিশের কাছে খবর আসে যে চৌগাছা থেকে দুটি মোটরসাইকেলে মাদক ব্যবসায়ীরা আসছেন। পুলিশ ঢাকা রোডের বাবলাতলা এলাকায় অবস্থান নেন এবং রাত সাড়ে ৩টার দিকে নিউ মার্কেটের দিকে যাওয়ার সময় আসামিদের ঘিরে ফেলে। জিজ্ঞাসাবাদে তারা ফেনসিডিল থাকার কথা স্বীকার করেন। পুলিশ তাদের কাছ থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
মামলাটি দায়ের করেন ডিবির এসআই আবুল খায়ের, তদন্ত করেন ডিবির এসআই ইউনুস আলী, এবং আদালতে সাজাপ্রাপ্ত তিন আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেন। অপর একজনকে আদালতে অব্যাহতির আবেদন করা হয়।
রায় ঘোষণার দিনে বিচারক তিন আসামির প্রত্যেককে জাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। বর্তমানে তিনজনই পলাতক রয়েছেন।