‘বৃহত্তর কুমিল্লা কনটেন্ট ক্রিয়েটর’ সংগঠনের ব্যানারে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন টিপু চৌধুরী। বক্তারা বলেন, “প্রাচীন সমতটের ঐতিহাসিক রাজধানী কুমিল্লাকে বিভাগ করা সময়ের দাবি।”

তারা অভিযোগ করেন, “প্রতিবার কুমিল্লা বিভাগ ঘোষণার বিষয়টি অগ্রসর হলে নানামহল ষড়যন্ত্র করে থামিয়ে দেয়। অথচ প্রশাসনিক অবকাঠামো, জনসংখ্যা ও ঐতিহাসিক গুরুত্ব সবই প্রস্তুত।”

সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন, “বিভাগের নাম কুমিল্লা হিসেবেই দিতে হবে। কেউ অনাগ্রহী হলে বাদ দিয়ে হলেও কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হোক।”

নারী-পুরুষের ঢল আর স্লোগানে মুখর হয়ে ওঠে নগরী। বক্তারা বলেন, “এবার আর পিছু হটার সময় নেই—কুমিল্লা বিভাগ চাই, এখনই চাই।”