রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জিয়াউল হক, মো. আব্দুল্লাহ, মো. ফয়সাল ও মো. শাহজাহান।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে কাপ্তানবাজার কমপ্লেক্স-২-এর সামনের রাস্তা চেকপোস্ট স্থাপন করা হয়। মাইক্রোবাস থামানোর সংকেত দিলে তা তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত চলমান।