ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে মানসিক প্রতিবন্ধী শ্বশুরের বটির কোপে নিহত হয়েছেন লিমা খাতুন (২৫)। তিনি ওই গ্রামের আব্দুর রউফের স্ত্রী ও দুই সন্তানের মা।

স্থানীয়রা জানায়, ভোর রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হলে লিমার ওপর হামলা করেন তার মানসিক প্রতিবন্ধী শ্বশুর মুকুল শেখ। ধারালো বটি দিয়ে কোপ দিলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শাশুড়ি বলেন, “ভোরে নামাজ পড়তে উঠেছিল লিমা। কিছুক্ষণ পর তার চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শরীর রক্তে ভেসে গেছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু বাঁচানো যায়নি।”

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে লিমা হাসপাতালে আসার আগেই মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “মানসিক প্রতিবন্ধী শ্বশুরের বটির আঘাতে গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

ইএফ/