চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঢোড়বোনায় শুক্রবার সকালে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। জমি ব্যবসায়ী ময়েজ উদ্দিনের বাড়িতে প্রতিপক্ষ সেন্টু মন্ডলের নেতৃত্বে দলবল নিয়ে হামলা চালায়।
স্থানীয়রা জানান, হামলাকারীরা প্রথমে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর বাড়ির টিভি, ফ্রিজ, দরজাসহ আসবাবপত্র ভেঙে ফেলে এবং দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
এ সময় ময়েজের দুই ভাতিজা সুজন ও রিপনকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়েজ উদ্দিনের স্ত্রী এমেলী বেগম বলেন, “হঠাৎ করেই দলবল নিয়ে এসে তারা হামলা করে। এখনো আমাদের হুমকি দেওয়া হচ্ছে।”
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, “ঘটনার তদন্ত চলছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”