বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালি। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে শুরু হওয়া র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, গোলাম রব্বানী রাব্বি, তৌফিক এলাহী, ইফতাদুল হক, রাসেল তালুকদার, আবু বক্কর সিদ্দিক বাবু, আবু সাঈদ সোহেল, মহিদুল ইসলাম খান রাজিবসহ বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা–কর্মী।
র্যালিকে কেন্দ্র করে শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। অংশগ্রহণকারীরা ব্যানার ফেস্টুন ও দলীয় পতাকা হাতে স্লোগান দেন—“গণতন্ত্রের মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই।”
নেতারা বলেন, যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। একদলীয় শাসনের বিরুদ্ধে সংগ্রামে যুবক সমাজকে সংগঠিত করাই তাদের মূল লক্ষ্য।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “যুবদল কখনো ভয় পায়নি, ভয় পাবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের প্রতিশ্রুতি।” বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে দিনভর দলীয় কর্মী–সমর্থকদের মাঝে উৎসবের আবহ তৈরি হয়।
ইএফ/