রাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মামুন অর রসিদ।

গত মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯টায় তিনি নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে পূজার আয়োজন ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

মামুন অর রসিদ বলেন, “দুর্গাপূজা এখন শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সবার জন্যই আনন্দের উৎসব। এ উৎসব সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে।”

এ সময় তার সঙ্গে রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।