রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক অজ্ঞাতনামা নারী। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত নারীর আনুমানিক বয়স ৬০ বছর।
হাসপাতাল সূত্র জানায়, গত ১৮ আগস্ট রামেক হাসপাতালের ভেতরে ২৪ নম্বর ওয়ার্ডের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পায়ুপথে রক্তক্ষরণের (ব্লিডিং) সমস্যায় আক্রান্ত হওয়ায় কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে ওই দিন বিকেল ৪টা ১১ মিনিটে (১৬:১১ ঘটিকা) ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে।
প্রায় দেড় মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। মৃতদেহ বর্তমানে হাসপাতালের হিমঘরে সংরক্ষিত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানা গেছে।
তবে এখনো ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।