নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেল ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে। এই ঘটনায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নিরাপত্তার কারণে নাটোর সদর থানায় জিডি করেছেন জেলার রাসেল।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ২২ অক্টোবর রাতে ভারতীয় একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে জেলার মোবাইলে কল আসে। কলকারী নিজেকে সাবেক এমপি শিমুল হিসেবে পরিচয় দেন এবং বলেন, কুষ্টিয়া জেলা কারাগারে আটক আসামি মো. রাশিদুল ইসলাম কোয়েলের জামিন সংক্রান্ত বিষয় গোয়েন্দা সংস্থা বা পুলিশ কর্মকর্তাদের জানানো না হলে “সমস্যা হবে।”
যদিও পরে কোয়েল জামিন পেয়েছিলেন, কিন্তু কুষ্টিয়া জেলা ডিবি পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে।
এরপর ২৩ অক্টোবর জেলা মোবাইলে একটি হুমকিস্বরূপ বার্তা আসে। বার্তায় লেখা ছিল— আপনি যে অন্যায় কাজটি করলেন। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, মনে রাখবেন, আপনার বৌসহ আপনার পরিবার কীভাবে বাঁচাবেন, রক্ষা করবেন সেটা ঠিক করে রাখবেন।
জেলার শেখ মো. রাসেল জানান, কল ও বার্তার পর থেকে তিনি ও তার পরিবার আতঙ্কে আছেন, তাই নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছেন।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, “জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”