বরগুনার তালতলীতে এক বৃদ্ধের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দু'টি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে তালতলী থানায় মামলা দু'টি দায়ের করেন ভুক্তভোগী দুই শিশুর বাবা ও মা।
তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ওই বৃদ্ধের নাম মো. মোকলেছ মোল্লা (৫৯)। তিনি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ বিষয়ে তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, ‘মামলা দায়েরের পর ভুক্তভোগী দুই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আদালতের মাধ্যমে তাদের জবানবন্দী নেওয়া হবে। পাশাপাশি এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

এই