জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে নভেম্বরেই গণভোটের আয়োজন করতে হবে এবং তার ভিত্তিতেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে আয়োজিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন ইউনিয়নের হিন্দু কমিটির নেতারা অংশ নেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করেছে, তারা হিন্দু সম্প্রদায়কে শুধু ব্যবহার করেছে কিন্তু উন্নয়ন কিংবা অধিকার নিশ্চিত করেনি। এখন সময় এসেছে হিন্দুদের প্রকৃত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে ইসলামী সরকার প্রতিষ্ঠার।

তিনি আরও বলেন, যারা দাড়িপাল্লার জোয়ার দেখে ভয় দেখাচ্ছে, তাদের হুমকিতে কেউ ভীত হবে না। জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশে আর সন্ত্রাস, দখলদারিত্ব ও চাঁদাবাজির জায়গা থাকবে না।

পরওয়ার বলেন, দেশবাসী পরিবর্তন চায়। আমরা লাঙল, ধানের শীষ ও নৌকার শাসন দেখেছি। এবার সময় এসেছে দাড়িপাল্লার নেতৃত্বে নতুন অধ্যায় শুরু করার।

তিনি দাবি করেন, দেড় হাজার প্রাণের বিনিময়ে ও চল্লিশ হাজার আহতের ত্যাগে তরুণ প্রজন্ম ইতিমধ্যে পরিবর্তনের বার্তা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই পরিবর্তনের প্রতীক।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মণ্ডল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবুল খায়ের, ডা. হরিদাস মণ্ডল, প্রমত গাইন, মোসলেম উদ্দিন, কানাই লাল কর্মকার, অধ্যক্ষ সুভাষ সরদারসহ বিভিন্ন ইউনিয়নের হিন্দু কমিটির নেতারা।