ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে জনসাধারণকে সতর্ক করতে উপজেলা জুড়ে মাইকিং করেছে স্থানীয় বিএনপি। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে আলফাডাঙ্গা পৌর শহরসহ উপজেলার ছয়টি ইউনিয়নে ইজিবাইকে মাইক বেঁধে এই প্রচার চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকের পেছনে বাঁধা মাইকে সতর্ক বার্তা সম্প্রচার করা হয়। চালকের সঙ্গে আরও দুইজনকে মাইকিং কাজে অংশ নিতে দেখা গেছে। মাইকিংয়ের ভাষ্যে সাধারণ মানুষকে চাঁদাবাজদের প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়।

মাইকিংয়ে বলা হয়, “প্রিয় আলফাডাঙ্গাবাসী, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে, আলফাডাঙ্গা বাজার ও আশপাশের গ্রামে বিশেষ করে হিন্দু ব্যবসায়ীদের নানা রকম ভয়ভীতি দেখিয়ে, মামলার হুমকি দিয়ে নীরবে চাঁদাবাজির চেষ্টা চলছে। কেউ যেন এসব প্রতারণার ফাঁদে না পড়ে। যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে ভয়ভীতি দেখায়, তাহলে সঙ্গে সঙ্গে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের জানানোর অনুরোধ করছি। প্রয়োজনে সরাসরি সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।”

উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী জানান, সরকারের পতনের পর থেকে একটি কুচক্রী মহল বিএনপির নাম ব্যবহার করে এলাকায় বিশৃঙ্খলা ও চাঁদাবাজিতে জড়িয়েছে। সাধারণ মানুষকে সচেতন করতে এবং দলের ভাবমূর্তি রক্ষায় তারা এই মাইকিং করছেন।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল মান্নান মিয়া বলেন, “দলের নাম ভাঙিয়ে কিছু ব্যক্তি সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করছে। এসব অপচেষ্টা থেকে জনসাধারণকে সতর্ক করতে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে মাইকিং করা হয়েছে।”

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, “বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হয়েছে বলে শুনেছি। তবে অপরাধ যে-ই করুক না কেন, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কেউ অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে সাধারণ মানুষও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, দল বা সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির প্রবণতা বাড়লে সাধারণ ব্যবসায়ীরা আতঙ্কে থাকেন। তাই এমন সচেতনতা কার্যক্রম আরও জোরালো হওয়া প্রয়োজন।