দুর্গাপূজার রাতে বগুড়ায় বিষাক্ত মদপানে অসুস্থ পাঁচজনের মধ্যে চারজন মারা গেছেন। একমাত্র জীবিত ব্যক্তি এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, গত ২ অক্টোবর সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার বেজোড়া এলাকায় কয়েকজন একসঙ্গে মদপান করেন। কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর তাদের শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর ধীরে ধীরে মৃত্যু হয় চারজনের মিজানুর রহমান (৫০), নাছিদুল ইসলাম (২৭), আব্দুল মানিক (২৫) ও আব্দুল্লাহেল কাফি (৩০)।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “তারা কী ধরনের মদ পান করেছিলেন তা এখনো নিশ্চিত নয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।”
একই গ্রামের বাসিন্দা রঞ্জু মিয়া (২৮) এখনো চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, এসব মদে অতিরিক্ত মিথানল বা ক্ষতিকর উপাদান মেশানো ছিল।