সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ইলিশ বিক্রির সময় দুই জেলেকে আটক করেছে নৌ পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
আটককৃতরা হলেন—গোয়ালন্দ উপজেলার সোহরাব মণ্ডলপাড়া এলাকার মৃত জয়নাল শেখের ছেলে সোবাহান শেখ (৪২) ও মো. দুলাল শেখের ছেলে মো. দবির শেখ (২৭)।
ত্রিনাথ সাহা জানান, সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া নৌ পুলিশ, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নোঙর করা শাহপরান ফেরিতে ইলিশ বিক্রির সময় দুই জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান তাদের ৭ দিন করে কারাদণ্ড দেন।
উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুমে সরকার ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে।