সরকারি হাসপাতালের সেবা নিয়ে দীর্ঘদিনের অনিয়মে এবার বড় পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন নেয়ার প্রমাণ পায় সংস্থাটি।
দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজলের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাতজনকে আটক করা হয়। এর মধ্যে চারজনকে কারাদণ্ড এবং তিনজনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
তদন্তে দেখা যায়, হাসপাতালে নিজস্ব ল্যাব থাকা সত্ত্বেও রোগীদের নির্দিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছিল। কমিশন হিসেবের রেকর্ড উদ্ধার করে দুদক কর্মকর্তারা বলেন, এটি একটি ‘সুনিয়ন্ত্রিত সিন্ডিকেট’।
জাহিদ ফজল বলেন, “প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। বিস্তারিত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে।”
স্থানীয় নাগরিকরা দুদকের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত মনিটরিংয়ের আহ্বান জানিয়েছেন।