চাকরি হারানোর আশঙ্কায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একাংশ কর্মকর্তা ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষা বয়কটের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা এ ঘোষণা দেন।
মানববন্ধনে কর্মকর্তারা অভিযোগ করেন, কর্তৃপক্ষের উদ্যোগে নেওয়া এ পরীক্ষার আড়ালে চট্টগ্রামের প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাইয়ের পরিকল্পনা চলছে। তারা বলেন, ইতিমধ্যে এ বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ থাকলেও ব্যাংক কর্তৃপক্ষ পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করে নোটিশ জারি করেছে।
কর্মকর্তাদের দাবি, “এ পরীক্ষা বৈষম্যমূলক। আমরা নিয়ম মেনে নিয়োগপ্রাপ্ত হয়েছি এবং পূর্ববর্তী সময়ে একাধিক পদোন্নতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। নতুন করে বৈষম্যমূলক পরীক্ষার মাধ্যমে ছাঁটাইয়ের অপচেষ্টা আমরা মেনে নেব না।”
আন্দোলনকারীরা এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চট্টগ্রাম দেশের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
মানববন্ধনে ব্যাংকের কর্মকর্তা ইস্কান্দার সুজন, এমদাদ হোসাইন, মোহাম্মদ ইকবাল, দিলরুবা আক্তারসহ অনেকে বক্তব্য রাখেন।