রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ারুল ইসলামের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে ১২ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে আনোয়ারুল ইসলাম এক ব্যক্তির সঙ্গে বসে ইয়াবা সেবন করছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়রা তার দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছেন।

স্থানীয় বাসিন্দা গোলাম রসুল বলেন, “আনোয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত। আমরা চাই তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক।”
নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন জানান, “একজন জনপ্রতিনিধি প্রকাশ্যে মাদক সেবন করছেনএটা অত্যন্ত লজ্জাজনক। তার মতো ব্যক্তির কাছ থেকে তরুণ সমাজ কী শিক্ষা নেবে?”

ভিডিও বিষয়ে আনোয়ারুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের প্রশাসক আইনুল ইসলাম বলেন, “ভিডিওটি সকালে দেখেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, “ভিডিওটি দেখেছি, এটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি যাচাই করে ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ইএফ/