ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামে মাদকাসক্ত রাজু ফকির (৩০) নেশার টাকা না পেয়ে নিজের বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত রাজু টাকার জন্য পরিবারকে চাপ দিতেন। সকালে টাকা না পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে ঘরে আগুন দেন। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ঘরের আসবাবপত্র পুড়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দীন রাজুর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মামলা করেন। পরবর্তীতে মাদকাসক্ত প্রমাণিত হলে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।