রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে আষাড়িয়াদহ ছাত্র-কর্মজীবী জোটের আয়োজনে এক দিনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (৭ নভেম্বর ) বিকেল চারটার দিকে নাদের হাজীর মোড়ের পাশের রাজশাহী টার্ফ মাঠে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয়।
এ টুর্নামেন্টে আষাড়িয়াদহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির ছাত্র ও কর্মজীবী মানুষের অংশগ্রহণে মোট ছয়টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা জানান, আষাড়িয়াদহের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতেই এ আয়োজন। তারা বলেন, আমাদের আজকের এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হচ্ছে সবাইকে একত্রিত করা। আষাড়িয়াদহের মানুষ রাজশাহীতেও তাদের অস্তিত্ব ধরে রাখতে পেরেছে এই বার্তাই আমরা দিতে চাই।
এ আয়োজন ঘিরে আনন্দ প্রকাশ করেছেন চর আষাড়িয়াদহের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলেন, আমরা একসাথে খেলছি, একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে। আগামীতে আমরা সবাই মিলে চর আষাড়িয়াদহকে আরও এগিয়ে নিতে কাজ করবো। খেলার পুরো মাঠজুড়ে ছিল উচ্ছ্বাস, হাসি আর ঐক্যের বার্তা যা আষাড়িয়াদহ ইউনিয়নের তরুণ সমাজকে আরও এক ধাপ কাছে নিয়ে এসেছে।
ইএফ/