গড়াছড়ি জেলা কারাগার থেকে দুই হাজতি আসামির পলায়নের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে কারাগারের একপাশের প্রাচীর টপকে তারা পালিয়ে যায় বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।
কারা সূত্রে জানা গেছে, বিকেলের দিকে কারাগারের অভ্যন্তরে দায়িত্বে থাকা প্রহরীদের অসতর্কতার সুযোগে দুই হাজতি একসঙ্গে দেওয়াল বেয়ে বাইরে বেরিয়ে যায়। বিষয়টি দ্রুত টের পেয়ে কারা প্রশাসন ও পুলিশ সদস্যরা আশপাশে তল্লাশি শুরু করে।
পলায়নের পরপরই পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। কিছুক্ষণ পর রাজিব হোসেন নামে এক আসামিকে শহরের টিএনটি গেট এলাকা থেকে পুনরায় আটক করা হয়। তবে তার সহযোগী শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছেন।
ওসি আব্দুল বাতেন মৃধা জানান, রাজিবকে পুনরায় আটক করা হয়েছে, কিন্তু শফিকুল ইসলামকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। জেলার বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে।
পলাতক শফিকুল ইসলাম খাগড়াছড়ি সদর উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা। তিনি একটি চুরির মামলার আসামি। অন্যদিকে আটক রাজিব হোসেন দাঙ্গা-হাঙ্গামা মামলার হাজতি ছিলেন।
পুলিশ জানায়, পলাতক শফিকুলকে দ্রুত গ্রেপ্তারের জন্য জেলার সীমান্তবর্তী এলাকা ও সম্ভাব্য লুকানোর স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি কারা প্রশাসনের পক্ষ থেকেও অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে, কীভাবে এমন নিরাপত্তা ত্রুটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই কারাগারের ভেতরের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।