রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানা শাখার রুকন বৈঠক (পুরুষ) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) থানা আমীর অধ্যাপক নুরুল ইসলাম মনি’র সভাপতিত্বে এ বৈঠক বসে।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ শাহাদাৎ হোসাইন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মহানগর শুরা সদস্য ও ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল ওহাব সোহেল।

থানা সেক্রেটারি মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় বৈঠকের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম। এ সময় সেপ্টেম্বর মাসের ব্যক্তিগত রিপোর্ট উপস্থাপন করেন সদস্যরা এবং অতিথিরা সংগঠনের অগ্রযাত্রা আরও শক্তিশালী করতে পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণের ধারাবাহিকতা জামায়াতের সাংগঠনিক কার্যক্রমকে সুশৃঙ্খল রেখেছে।
অবশেষে এহতেসাব (মুহাসাবা) ও দোয়ার মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘটে।