ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামে তুচ্ছ বিষয়—কেরাম বোর্ড খেলা—নিয়ে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। সোমবার সকাল ৮টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ দুই ঘণ্টা স্থায়ী হয় এবং অন্তত ২০ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে স্থানীয় বাজারে কেরাম খেলাকে কেন্দ্র করে ওসমান তালুকদারের সমর্থক রাকিব ও কুদ্দুস তালুকদারের সমর্থক লায়েক-এর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ বোর্ডটি থানায় নিয়ে গেলেও উত্তেজনা থামেনি।

সোমবার সকালে এক চায়ের দোকানে দুই পক্ষের বাগবিতণ্ডা নতুন করে সংঘর্ষে রূপ নেয়। এসময় দেশীয় অস্ত্র, টেটা, লাঠি ও ইটপাটকেল নিয়ে দুই পক্ষ মুখোমুখি হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া, এতে চারটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও বোয়ালমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সালথা থানার ওসি আতাউর রহমান জানান, “ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।