ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি মনোনয়ন তালিকায় বঞ্চিত প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। এই ঘটনায় নেত্রকোণার মোহনগঞ্জ ও ঢাকার সঙ্গে রেল যোগাযোগ কিছুক্ষণ বিঘ্নিত হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। বিক্ষোভকারীরা ট্রেন চলাচল বন্ধ করে রেললাইনে অবস্থান নেন এবং মনোনয়নবঞ্চিত প্রার্থীর পক্ষে স্লোগান দেন। তারা গৌরীপুর আসনে প্রার্থী পরিবর্তনের দাবিও তুলেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তার হোসেন জানান, যাত্রীবাহী হাওর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। তবে ট্রেনটি স্টেশনে পৌঁছাতেই সমর্থকরা রেললাইনে অবস্থান নেন, যার কারণে নেত্রকোণা ও ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অন্য লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও এই অংশে অবরোধের কারণে যাত্রীরা ভোগান্তির সম্মুখীন হন।
প্রায় এক ঘণ্টা পর রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা বিক্ষোভকারীদের বুঝিয়ে রেলপথ থেকে সরিয়ে দেয়। ফলে সকাল সাড়ে ১০টার দিকে হাওর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
স্থানীয়রা জানিয়েছেন, বিক্ষোভটি মূলত নির্বাচনী মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থনে পরিচালিত হয়। হিরণ স্থানীয় সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে পরিচিত। তার অনুসারীরা প্রার্থী তালিকায় অন্য কাউকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ জানাতে এই ধরনের ব্যবস্থা নিয়েছেন।
এই ঘটনা স্থানীয় রেল চলাচলকে কিছু সময়ের জন্য ব্যাহত করলেও, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়নি।