ভোলার চরফ্যাশন উপজেলায় ইঁদুর মারার জন্য ধানক্ষেতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দুই কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ওমরপুর ইউনিয়নের আলীগাঁ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওমরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. রিয়াজের ছেলে জুবায়েদ (১৬) এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ফরিদের ছেলে জিহান (১৫)। তারা স্থানীয় দুটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে দুই বন্ধু মজার ছলে ধানক্ষেতের ভেতর দৌড়াচ্ছিল। এ সময় জাহাঙ্গীর মহাজনের মালিকানাধীন একটি জমিতে ইঁদুর মারার জন্য পাতা বিদ্যুতের তারে তারা জড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দুজনেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে আশপাশের লোকজন চিৎকার শুনে দৌড়ে গিয়ে তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. মিজানুর রহমান হাওলাদার) বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। নিহতদের পরিবার চাইলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এক সঙ্গে দুই তরুণ বন্ধুর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো আলীগাঁ গ্রামে। মঙ্গলবার সকালে এলাকায় শোকাবহ পরিবেশে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।

স্থানীয় সচেতন মহল বলছে, কৃষিক্ষেতে ইঁদুর বা অন্যান্য প্রাণী তাড়াতে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয়। তারা প্রশাসনের কাছে এ ধরনের প্রাণঘাতী ফাঁদ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।