ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের দ্বন্দ্ব রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় আজিজ ও উকিল গোষ্ঠীর মধ্যে টর্চের আলোয় মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই গোষ্ঠীর শতাধিক ব্যক্তি টেটা, বল্লম, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেন। ইটপাটকেল, ধাওয়া–পাল্টা ধাওয়া ও চিৎকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। সংঘর্ষের সময় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে কুমিল্লা–সিলেট মহাসড়ক, ভোগান্তিতে পড়ে যাত্রী ও স্থানীয় মানুষ।


স্থানীয়রা জানান, আওয়ামী লীগ ও বিএনপিকে কেন্দ্র করে কয়েক দিন আগে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে উত্তেজনা শুরু হয়। পরে শালিশ বৈঠক ব্যর্থ হলে রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, আধিপত্য নিয়ে দুই গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের। খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইএফ/