খুলনা মহানগরীর ব্যস্ততম এলাকা ডাকবাংলা মোড়ে অবস্থিত লাভলু হোটেলে সন্ত্রাসীদের হামলায় চার কর্মচারী আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাতে সংঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত চারজন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পরিচয় পাওয়া গেছে আইয়ুব, মধু, সজল ও টুটুল।

হোটেল কর্মচারী মো. সাইফুল ইসলাম জানান, দুপুরে দুই যুবক খাবার খেতে আসেন। খাবার পরিবেশন নিয়ে তাদের সঙ্গে কয়েকজন কর্মচারীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে হোটেল ম্যানেজার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ওই যুবকরা হুমকি দিয়ে হোটেল থেকে বেরিয়ে যায়।

সন্ধ্যার পর, মাগরিবের নামাজ শেষে প্রায় ১৫ থেকে ২০ জন যুবক দলবদ্ধভাবে হোটেলে প্রবেশ করে। তারা হাতে ধারালো অস্ত্র নিয়ে কর্মচারীদের ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই হোটেলের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার পরপরই হোটেলের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা খুব অল্প সময়ের মধ্যেই পালিয়ে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছি। আহতদের চিকিৎসা চলছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।”

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, লাভলু হোটেল এলাকায় আগে এমন ঘটনা ঘটেনি। তারা এ ধরনের সন্ত্রাসী হামলার বিচার দাবি করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলার কারণ হিসেবে পূর্বের তুচ্ছ বিরোধ বা স্থানীয় প্রভাব বিস্তারসংক্রান্ত কোনো বিষয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনাটি তদন্তে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।