মাদারীপুরের কালকিনিতে শুরু হয়েছে দুইশ বছরের পুরনো কুন্ডুবাড়ি মেলা। মেলায় কাঠের খাট, সোফা, আলমারি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে। প্রতিবছর এই মেলা পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখার উদ্দেশ্যে আয়োজন করা হয়।
মেলাকে ঘিরে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশসহ প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে দোকান বসেছে। মেলার অধিকাংশ দোকান রাজধানী ঢাকা, নরসিংদী, বগুড়া, রাজশাহী, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে এসেছে। মূল আকর্ষণ কাঠের খাট, সোফা, আলমারি ও অন্যান্য আসবাবপত্র।
বাংলা ১৭৮৩ সালে মহেষ চন্দ্র কুন্ডু সর্বপ্রথম এই মেলার আয়োজন করেন। মেলার ব্যবস্থাপনায় ১৫টি বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যেমন- জুয়া-মাদক নিষিদ্ধ, উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার নিষিদ্ধ, অবৈধ পণ্য ক্রয়-বিক্রয় বন্ধ। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলা বুধবার (২২ অক্টোবর) রাত ১১টায় শেষ হবে।
মেলায় উপস্থিত দর্শনার্থীরা বলেন, “এটি আমাদের জন্য এক মিলন মেলা। সবাই স্বাচ্ছন্দ্যে ঘুরছি, কেনাকাটা করছি এবং আনন্দ উপভোগ করছি।” বিক্রেতারা জানিয়েছেন, তাদের আশা ও বিক্রিও ভাল যাচ্ছে।