লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশার পরিত্যক্ত বাড়ি থেকে রাইফেল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনায় বাদশার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সোমবার (২০ অক্টোবর) ভোরে যৌথ বাহিনী দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশার বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়িতে থাকা তিন খণ্ড বিশিষ্ট একটি রাইফেল এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে বাদশা অভিযানের সময় বাড়িতে ছিলেন না।

হাজীমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাদী হয়ে বাদশার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অস্ত্র ও গুলি উদ্ধার হলেও তাকে আটক করা সম্ভব হয়নি। মামলা প্রক্রিয়াধীন।"

অপর দিকে বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশা দাবি করেন, "আমি ৩৫ বছর ধরে রাজনীতি করি। কখনো নোংরা রাজনীতি করিনি। ওই বাড়ি পরিত্যক্ত। কে বা কারা অস্ত্র সেখানে রেখেছে, আমি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নই। এটা একটি ষড়যন্ত্র। আমি পরিবারসহ লক্ষ্মীপুর শহরে থাকি।"

এই ঘটনার মাধ্যমে এলাকায় নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই প্রশ্ন উঠেছে—অস্ত্র উদ্ধার কি স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের অংশ, নাকি বাস্তব আইনশৃঙ্খলা রক্ষার অভিযান।