চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড ভবনের ছাদে এসি কম্প্রেসার বিস্ফোরণে একজন শ্রমিক নিহত ও দুইজন দগ্ধ হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণপূর্ত অধিদফতরের তিন শ্রমিক ছাদে এসি সার্ভিসিং করছিলেন। হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধরা হলেন মিশকাত, শওকত ও তানভির। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে একজন আইসিইউতে মারা যান।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, ঘটনাটি প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট বা গ্যাস লিকেজ থেকে ঘটতে পারে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে হাসপাতাল ও গণপূর্ত অধিদফতর যৌথ তদন্ত কমিটি গঠন করছে।