চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গরু বেচাকেনা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই সহোদরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার উথলি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন মিন্টু আনোয়ার (৬৫) ও আমির হামজা (৪৮)। তারা ওই গ্রামের মৃত খোদবকসের ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, স্থানীয়দের সঙ্গে নিহত দুই ভাইয়ের গরু কেনাবেচা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার সকালে তারা মাঠে কাজ করতে গেলে প্রতিপক্ষের কয়েকজন লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে তারা পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিন্টু আনোয়ারকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমির হামজা।

পুলিশ জানিয়েছে, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।

এদিকে, এ হত্যাকাণ্ডে পুরো উথলি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, গরু বেচাকেনার লেনদেন নিয়ে বিরোধ গত কয়েক মাস ধরে চলছিল, কিন্তু তা প্রাণঘাতী রূপ নেবে তা কেউ ভাবেননি।

ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”