বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম শোভন বলেছেন, খুব শিগগিরই সরাসরি পাবনা-ঢাকা রেল যোগাযোগ চালু হবে।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পাবনার ঢালার চরের খাস চরে একটি সমাবেশে তিনি এ কথা বলেন।
পাবনার বেড়া উপজেলার খয়েরের চর, ঢালার চর ও কাজীরহাটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো: এহছানুল হক ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম শোভন প্রকল্প স্থল সরেজমিন পরিদর্শন করেন। তাদের সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় পাবনা আসনের সাবেক এমপি এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।
দুই সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পাবনা-ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালু, জ্বালানি ব্যয় ও সময় হ্রাস, বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন যাচাই করতে কাজীরহাট ফেরিঘাট-খয়ের চরে রেল সংযোগ, সংশ্লিষ্ট সড়ক উদ্বোধন ও ঢালার চর-রাজবাড়ী রেল সেতু প্রকল্পসহ বিভিন্ন প্রস্তাবিত প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনের পরে সাংবাদিকদের সাথে আলাপকালে রেল সচিব মো: ফাহিমুল ইসলাম শোভন বলেন, ‘আমরা প্রকল্প স্থল সরেজমিন পরিদর্শন করে নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। মানুষের দাবি ও অভিজ্ঞতা সরকারের নীতি নির্ধারণী মহলে উপস্থাপন করা হবে। এখানে অনেক আশার আলো রয়েছে।’
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো: এহছানুল হক বলেন, ‘এ ধরনের প্রকল্প জনগণের উন্নয়ন নিশ্চিত করবে ও দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।’ বাসস