নোয়াখালীর হাতিয়ায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনের উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ওছখালী নাঈম প্লাজা দ্বিতীয় তলায় চুনিমিয়াজী পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সুজনের হাতিয়া উপজেলা শাখার সভাপতি একেএম মানছুরল হক (প্রিন্সিপাল কাশেম)। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটির অনুপস্থিত বা সীমিত সময় সক্রিয় সদস্যদের শূন্যস্থান নতুন সদস্যদের দ্বারা পূরণ করা হয়।

নতুন কমিটিতে একেএম মানছুরল হক সভাপতি, সহ-সভাপতি মো. দুলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক ছায়েদ আহামেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপমা হাওলাদার এবং কোষাধ্যক্ষ মো. মহিববুল মাওলা হিসেবে দায়িত্ব পেলেন। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোহাম্মদ মনির উদ্দিন, তপন চন্দ্র সোম, আমিনুল এহছান মিলাদ, পাপিয়া আকতার দিশা, মো. আনোয়ার হোসেন, একেএম মোস্তফা, মো. রহমত উল্যাহ্ বোরহান ও ইসমাইল হোসেন। নতুন সদস্যদের মধ্যে রয়েছেন মো. রিয়াজ উদ্দিন, মো. নুরুন্নবী, ডা. মো. ফজলুল আজিম, পাপিয়া সুলতানা, মো. ছায়েদুর রহমান, মো. শাকিবুল ইসলাম, মো. মামুন উদ্দিন এবং মো. ইয়াছিন আরাফাত।

সভায় আলোচকরা বলেন, সুজনের মূল লক্ষ্য হলো নাগরিকদের সচেতন ও অংশগ্রহণমূলক ভূমিকা নিশ্চিত করে গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করা। পাশাপাশি সমাজের ন্যায্য বিষয়ে সক্রিয় ভূমিকা নেওয়া এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য।

পুনর্গঠিত কমিটি হাতিয়া উপজেলায় এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে, যার মাধ্যমে স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক জবাবদিহিতার সংস্কৃতি শক্তিশালী করা সম্ভব হবে।

ইএফ/