বন্ধুত্বের এক বিরল দৃষ্টান্ত গড়লেন নোয়াখালীর হাতিয়ার বর আরমান হোসেন। প্রিয় বন্ধু রিয়াজ না আসা পর্যন্ত তিনি বিয়ের মঞ্চে বসেও কবুল বললেন না এমন ঘটনার সাক্ষী হয়েছে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রাম।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে আরমানের বিয়ে হওয়ার কথা ছিল একই গ্রামের এক তরুণীর সঙ্গে। তবে সকালে বরযাত্রার সময় বন্ধুর সঙ্গে সামান্য মনোমালিন্যের কারণে রিয়াজ বিয়েতে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

কনের বাড়িতে পৌঁছে বন্ধুকে না দেখে গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান বর। পরিবারের সদস্যদের বহু অনুরোধেও অনড় থাকেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, “রিয়াজ না এলে কবুল বলব না।”

দুই ঘণ্টা পর বন্ধুকে নিয়ে আসা হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্থানীয়রা বলেন, বন্ধুত্বের এমন নিদর্শন আজকাল খুবই বিরল— যেখানে বন্ধুর অনুপস্থিতিতে বিয়ের আসরই থেমে যায়।

বর আরমান বলেন, “রিয়াজ আমার ছোটবেলার বন্ধু। আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনে সে থাকবে না— এটা মেনে নিতে পারিনি।”