২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টায় রাজশাহীর লক্ষীপুর এলাকায় নিসচার জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। এসময় বক্তারা বলেন, রাজশাহী নগরীর ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্তকরণ এবং আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা জরুরি।

সাংবাদিক সম্মেলন, ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ, দুর্ঘটনা বিষয়ক ভিডিও প্রদর্শনী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মেডিকেল ক্যাম্প, বাইকার ও পরিবহন শ্রমিকদের সঙ্গে মতবিনিময়, স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালি, মানববন্ধন, দুর্ঘটনায় আহতদের সহায়তা, দোয়া মাহফিল, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণসহ নানা আয়োজন থাকবে। আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা রাজশাহীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে কয়েকটি দাবির কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—

  • অটোচালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স প্রদান
  • আধুনিক ট্রাফিক সিগন্যাল কার্যকর করা
  • ফুটপাত দখলমুক্ত করে পথচারীর নিরাপদ চলাচল নিশ্চিত করা
  • স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার স্থাপন
  • রেজিস্ট্রেশনবিহীন ও অবৈধ যানবাহন অপসারণ
  • বাইরের অটোরিকশার প্রবেশে নিষেধাজ্ঞা
  • শিফটভিত্তিক লাল-সবুজ চিহ্নিত অটোরিকশা চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ
  • ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি ও প্রশিক্ষণ জোরদার
  • বাইকারদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা
  • অপ্রাপ্তবয়স্ক বাইকারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
  • দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ ও সামাজিক নিরাপত্তার আওতায় আনা

এসময় প্রয়াত জাহানারা কাঞ্চনসহ সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ করা হয় এবং নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম আরিফ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ, মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দীলিপ, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, কার্যকরী সদস্য সবুজ আলী, সাধারণ সদস্য আজমিরা আক্তার পাপিয়া, আখিঁ খাতুনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।