‘ঋণের চাপে দিশেহারা হয়ে লিপন ‘আত্মহত্যা’ করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় লিপন চন্দ্র দ্বীপ (২৮) নামের এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ‎ ‎

শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের ভাতিটারী গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ‎ ‎

নিহত লিপন ওই গ্রামের পরলোকগত ভুপেন্দ্র নাথের ছেলে। তিনি ঢাকায় ডাচ্-বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পড়ালেখা করেছেন। ‎ ‎

স্থানীয়রা জানান, ক্যাসিনো খেলায় আসক্ত হয়ে অর্থ নষ্ট করে ঋণগ্রস্ত হয়ে পড়েন লিপন। ঋণের চাপে একপর্যায়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। আজ তার ঘরে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পেলে পুলিশে খবর দেয়। ‎খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ‎ ‎

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর বলেন, ‘ঋণের চাপে দিশেহারা হয়ে ‘আত্মহত্যা’ করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’