চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উত্তর পারুয়া গ্রামের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (৫), কালুর মেয়ে হাবীবা আক্তার (৬) এবং নাসেরের মেয়ে জান্নাত আক্তার (৫)। তিনজনই প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে তিন শিশু বাড়ির পাশে খেলা করছিল। একসময় তারা পুকুরের ধারে যায়। পরে দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
কিছুক্ষণ পর পুকুরে ভাসমান অবস্থায় তিন শিশুর দেহ দেখতে পান প্রতিবেশীরা। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক জানান, তারা সবাই আগেই মারা গেছে।
এমন হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক। গ্রামের প্রতিটি ঘরেই এখন কান্নার রোল। মৃত তিন শিশু ছিল পরিবারগুলোর একমাত্র সন্তান।
পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, “তিনটি নিষ্পাপ প্রাণ একসঙ্গে হারিয়ে যাওয়া সত্যিই হৃদয়বিদারক। পুরো গ্রাম এখন শোকে স্তব্ধ।”
স্থানীয়রা বলেন, গ্রামে অনেক পুকুরেই কোনো ঘের বা নিরাপত্তা ব্যবস্থা নেই। শিশুদের খেলার জায়গার অভাবেও তারা প্রায়ই এমন ঝুঁকিপূর্ণ স্থানে চলে যায়। এলাকাবাসী পুকুরপাড়ে বেড়া ও সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়ার দাবি জানিয়েছেন।
ইএফ/