বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ফেনীর সদর উপজেলার শর্শদি এলাকায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান রাঙামাটির খেদারছড়া গ্রামের জিকেন চাকমা (২০)। বিকেলেই একই এলাকায় আরেক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হন।
স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে জিকেন চাকমার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ধারণা করা হচ্ছে, হাঁটতে গিয়ে অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান। এর আগে দুপুরে শর্শদি ও গুণবতী স্টেশনের মাঝামাঝি স্থানে ২৮ বছর বয়সী এক যুবকের দেহ পাওয়া যায়, যিনি শার্ট ও লুঙ্গি পরিহিত ছিলেন।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন,
“কোন ট্রেনে কাটা পড়ে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
তিনি জানান, দুই ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।