যশোর সদর উপজেলার মুড়লীর মোড়ে অভিযান চালিয়ে ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণের বারসহ শেখ অলিউল্লা (৫৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-খুলনা মহাসড়কে অভিযানটি পরিচালনা করা হয়।
আটক অলিউল্লা সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কটিয়া গ্রামের বাসিন্দা এবং পেশাদার স্বর্ণ চোরাকারবারি বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এক ব্যক্তি স্বর্ণ নিয়ে যশোর সীমান্তের দিকে যাচ্ছেন। পরে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় ৮টি স্বর্ণের বার, যার মোট ওজন ১ কেজি ২০ গ্রাম। বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৩ লাখ টাকা।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলিউল্লা স্বীকার করেছেন, ঢাকার যাত্রাবাড়ী এলাকার এক চক্রের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল তার।
বিজিবি কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার করা স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে প্রতিনিয়ত স্বর্ণ পাচার বেড়ে চলেছে। বিজিবি সম্প্রতি বেশ কয়েকটি অভিযানে কোটি টাকার স্বর্ণ জব্দ করেছে।
ইএফ/