সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে গাজীরচট ও কান্দাইল এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। পরে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে আটক ব্যক্তিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশরাফুল।

যৌথ বাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার গভীর রাতে গাজীরচট এলাকায় হঠাৎ কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, শটগানের কার্তুজ, দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজা ও তিনটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

অভিযানে আটক হন মেহেদী হাসান মিঠুন (২৪), মোজাম্মেল ভূঁইয়া (৪৪), জাহিদুল আলম (২৪) ও মাসুমা আক্তার রিয়া (২২)।

একই রাতে কান্দাইল এলাকায় আরও একটি অভিযান চালানো হয়। সেখান থেকে নায়ন আলী (২৮), বাবর হোসেন বাবুল (৪৫) ও গোলাম রাব্বি (১৮) নামের তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় অস্ত্র ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এসআই আশরাফুল জানান, আটক সাতজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, অভিযানটি ছিল হঠাৎ গুলির শব্দের সূত্র ধরে পরিচালিত একটি সমন্বিত তৎপরতা। আটককৃতরা প্রাথমিকভাবে অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আশুলিয়া এলাকায় সাম্প্রতিক অপরাধ দমনে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।